‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি বসবাস করছেন। এরমধ্যে বড় একটি অংশ দ্বৈত নাগরিক এবং সিলেটি। তারা নাড়ীর টানে দেশে আসা যাওয়া করছেন। অর্থনীতি থেকে শুরু করে আর্ত সামাজিক নানা উন্নয়নে সম্পৃক্ত তারা। বিদেশে থেকে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধন আরও দৃঢ় করতে একটি দিবস ঘোষণা এখন সময়ের দাবি। বছরের যে কোনো একটি দিন ‘এনআরবি ডে’ বা ‘প্রবাসী দিবস’ ঘোষণা করলে প্রবাসীদের সাথে দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ’
গত রবিবার রাতে ‘প্রবাসী সংহতি, সিলেট’ নামের একটি সংগঠনের উদ্যোগে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির সংগঠকসহ সিলেটের বিশিষ্টজনেরা। প্রবাসীদের সম্মান জানাতে বাংলাদেশে একটি দিবস ঘোষণায় সরকারের পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে সিলেটের দুজন সাংসদ থাকায় দিবস ঘোষণায় সরকারি উদ্যোগে দুই মন্ত্রীর সহযোগিতাও চাওয়া হয়েছে।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগঠক রানা ফেরদৌস চৌধুরীর সঞ্চালনায় ‘প্রবাসী দিবস চাই’ শীর্ষক ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনভারমেন্ট নেটওয়ার্কের অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক কামরুল আহসান খান, সিলেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ‘প্রবাসী সেল’ সিলেট কমিটির সদস্য অধ্যাপক শামসুল আলম, প্রবাসী লেখক ও সাংবাদিক নজরুল ইসলাম বাসন, শাবিপ্রবির অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম শাকিল, যুক্তরাজ্য প্রবাসী লেখক জেসমিন চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন