যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জের ধরে সিলেটে এক সিএনজি অটোরিকশা চালক পিষে মেরেছে আরেক চালককে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক মওলুদ হোসেন (৩৫) সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি মদিনা মার্কেট স্ট্যান্ডে অটোরিকশা চালাতেন। এ ঘটনায় নিহতের ভাই মওদুদ হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় ঘাতক চালক আবু তাহেরকে (২৭) আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আবু তাহের বিশ্বনাথের কাজিরবাজার গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদিনা মার্কেটে আসে আবু তাহের। যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সে পুণরায় সুনামগঞ্জগামী যাত্রী তুলতে গেলে স্থানীয় স্ট্যান্ডের চালকরা বাধা দেন। বাকবিতন্ডার একপর্যায়ে আবু তাহের মওলুদ হোসেনের উপর অটোরিকশা তুলে দেন। এতে গুরুতর আহত হন মওলুদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর অন্যান্য চালকরা আটক করে আবু তাহেরকে পুলিশে সোর্পদ করেন।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের বড় ভাই মওদুদ হোসেন বাদী হয়ে আবু তাহেরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার