সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার গোলচত্বর থেকে লাশ উদ্ধার হওয়া ওই বৃদ্ধ মানসিক রোগী বলে ধারণা করছে পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হুমায়ূন রশীদ চত্বরের ভেতর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার