সিলেটে ‘শীর্ষ মাদক ব্যবসায়ী’ তবারক আলীকে (৩২) তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।
শনিবার ভোরে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঠাকইন গ্রামে তবারকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
গ্রেফতার হওয়া তিন সহযোগী হলেন, বিশ্বনাথে মৃত ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া (২২), বরিশালের বাকেরগঞ্জ থানার সাহেবগঞ্জের আবুল হোসেনের ছেলে সাগর হাওলাদার (২০) ও একই থানার বড়পাশার ফিরোজ জমাদ্দারের ছেলে ইমন জমাদ্দার (১৮)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, তবারক আলীর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তবারকের ঘরের খাটের বালিশের নিচ থেকে এক হাজার পিস ও তার শার্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন