হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে মংলু মুন্ডা (৪৬) নামে এক চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মংলু মুন্ডা উপজেলার নালুয়া দরগাবিল এলাকার ডুরগু মুন্ডার ছেলে।
চুনারুঘাট থানার ওসি শেখ নামজুল হাসান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম