করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিন ব্যক্তিই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও দু-একদিন পর্যবেক্ষণে রাখার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো লক্ষণ পাওয়া যায়নি। ফলে তাদের রক্তের নমুনা পরীক্ষা করানোরও প্রয়োজন পড়ছে না।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, কোয়ারেন্টাইনে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন ফ্রান্স প্রবাসী। তিনি গত ৪ মার্চ দেশে আসেন। এরপর থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভোগছিলেন।
গত বৃহস্পতিবার থেকে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত শনিবার সৌদি আরব থেকে আসা একজনকে রবিবার থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরেক ব্যক্তি কয়েক দিন আগে ইতালি ফেরত এক আত্মীয়ের সঙ্গে দেখা করার পরে জ্বরে আক্রান্ত হন। শনিবার থেকে তিনি হাসপাতালে আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত