সিলেটে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
সকাল ৮টায় সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন। দুপুর ১২টায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রক্তদান কর্মসূচি পালিত হয়। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং সিলেট জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশিদ চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমানের নেতৃত্বে স্ব স্ব প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদনসহ জন্মশতবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার