মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস আতঙ্গে ঊর্ধ্বমুখি বাজারে নিত্য-পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ। শুক্রবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম বাজার পর্যবেক্ষণে নামে।
শহরের নতুন বাজার পুরান বাজারের খুচরা ও পাইকারী বাজার পরিদর্শন করেন তারা। এসময় হ্যান্ডমাইক দিয়ে ব্যবসায়ীদের কোন নিত্য-পণ্যের মূল্য বৃদ্ধি না বাড়ানোর জন্য সচেতন করা হয়। এসময় সঙ্গে ছিলেন ওসি আব্দুস ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, ওসি (অপারেশন) নয়ন কারকুন প্রমুখ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। তারপরও যদি কেউ অধিক মুনাফার লোভে দাম বৃদ্ধি করে পণ্য বিক্রি করে তা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত