৭ এপ্রিল, ২০২০ ২১:৩১

সিলেট নগরীতে স্বেচ্ছায় পাড়া-মহল্লা ‘লকডাউন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীতে স্বেচ্ছায় পাড়া-মহল্লা ‘লকডাউন’

এক চিকিৎসকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিলেটে বেড়ে গেছে আতঙ্ক। প্রশাসনের উদ্যোগে ওই চিকিৎসকের বাসার এলাকা হাউজিং এস্টেট লকডাউন করা হয়েছে। এরপর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার লোকজন স্বেচ্ছায় নিজ নিজ এলাকা লকডাউন করে দিয়েছেন। মহল্লায় প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। 

সংশ্লিষ্ট মহল্লার মানুষও খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাসা থেকে। 

সিলেট নগরীর লামাবাজার, আম্বরখানা মণিপুরিপাড়া, লালদিঘীরপাড় মণিপুরি পাড়া, শিবগঞ্জ, সুবিদবাজার লন্ডনীরোড, বড়বাজার, করেরপাড়া, ব্রাহ্মণশাসন, নয়াসড়ক মিশন গলি, বাগবাড়ি, সুবিদবাজার কলাপাড়াসহ বিভিন্ন এলাকার লোকজন স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ এলাকা লকডাউন করেছেন। বিশেষ প্রয়োজনে পাড়ার কেউ বাইরে গেলে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হচ্ছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর