ভরা গ্রীষ্মের ভোর ঘন কুয়াশায় ঢাকা। প্রকৃতিকে যেন কে ঢেকে দিয়েছে সাদা চাদরে। এমন দৃশ্য কেবল শীতকালেই দেখা যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার শীতের ভোর উপভোগ করেছেন সিলেটবাসী।
শীতের কুয়াশা গ্রীষ্মকালে দেখতে পেয়ে অনেকে অবাকও হয়েছেন। অনেকে এটাকে প্রকৃতির বিরূপ হেয়ালি বলেও মন্তব্য করছেন। তবে আবহাওয়া অফিস বলছে অন্যকথা। বাতাসে ধুলোবালি কমে যাওয়ায় জলীয়বাষ্পের কারণে ভোরে এমন দৃশ্য দেখা গেছে বলে দাবি করছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার ভোরে সিলেটে দেখা যায় ঘনকুয়াশার মতো দৃশ্য। হঠাৎ করে কুয়াশার মতো ধোয়াচ্ছন্ন পরিবেশ দেখে অনেকেই অবাক হন। বিস্মিত হয়ে অনেকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ছবি ফেসবুকে আপলোড করেন।
তবে আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিসের আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী জানান, কুয়াশার কারণে ভোরে ধোয়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়নি। বৃষ্টিপাতের পর তাপমাত্রা বেড়ে যাওয়ায় জলীয়বাষ্পের সৃষ্টি হয়। আর বাতাসে ধুলোবালি কম থাকায় সেই জলীয়বাষ্পকে কুয়াশার মতো মনে হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৫ ভাগ। রাতে ছিল ৮৩ ভাগ। আর কুয়াশায় আদ্রতার পরিমাণ থাকে ৯০-১০০ ভাগ। এছাড়া ধোয়াশাচ্ছন্ন এই অবস্থায় যেহেতু দৃষ্টিসীমা কমেনি তাই এটাকে কুয়াশা বলা যায় না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন