সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারসহ কয়েকজন নেতাকর্মী। এরপর একই স্থানে প্রতিকৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাবেক প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রনজিত সরকার প্রমুখ।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। অন্যান্য বছরের মতো এবার র্যালি বা আলোচনা সভার আয়োজন করা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার