স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ ও সিলেটসহ সারাদেশে কোভিড-ননকোভিড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে ১০ দফা দাবি পেশ করা হয়। অবিলম্বে এই দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেয়া হয়। দাবির মধ্যে ছিল সিলেটে করোনা পরীক্ষার ল্যাব বৃদ্ধি। বিদ্যমান ওসমানী মেডিকেল কলেজ ও শাবির ল্যাবে পরীক্ষা দ্বিগুণ করা। করোনা পরীক্ষায় ভিআইপিদের অগ্রাধিকার দেয়া বন্ধ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ২৪ ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষা করা ও প্রতিদিনের নেগেটিভ রিপোর্টের তালিকা নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখা। কোভিড রোগীদের জন্য আরও তিনটি হাসপাতাল চালু ও করোনার বিস্তার ঠেকাতে সিলেটে একমাসের জন্য কারফিউ জারি।
সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দীনবন্ধু পাল, হিমাংসু মিত্র, আবদুল্লাহ খোকন, সারতি ওরাঁও, আলমগীর হোসেন রুমেল, মহীতোষ চৌধুরী প্রসাদ, অজিত দেবনাথ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার