পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং ইন্সটিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের ১ম বর্ষের ছাত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. কাওসারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে কাওসারের হাতে তুলে দেয়া হয়েছে এক লক্ষ টাকার চেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের নার্সিং কর্মকর্তা সুজন আহমদের নেতৃত্বে চেকটি কাওসারের হাতে তুলে দেয়া হয়।
সহায়তা প্রসঙ্গে ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, ওসমানীর নার্সরা সবসময়ই মানবিক। দেশের কোথাও কোন নার্স বা নার্সিংয়ের শিক্ষার্থীর বিপদের কথা জানতে পেলে তাকে সহায়তার চেষ্টা করেন। ভবিষ্যতেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের এরকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে, আর্থিক সহায়তা পেয়ে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মো. কাওসারের বড় বোন নার্সিং কর্মকর্তা আয়শা আক্তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার