মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে এক কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে সিলেট মহানগরীতে দুই হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর ধোপাদিঘীর পূর্বপাড়স্থ হাফিজ কমপ্লেক্স ২৭টি ওয়ার্ডেও নেতৃবৃন্দের কাছে গাছের চারাগুলো তুলে দেয়া হয়।
গাছের চারা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, গাছ আমাদের সবার জন্য খুবই উপকারী। জরুরী। বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশ আরও সুন্দর হবে। বর্তমানে আমাদের প্রায় ২২ ভাগ জমিতে গাছপালা রয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে আমাদের ২৫ ভাগ জমি বৃক্ষরোপণের আওতায় নিয়ে আসতে হবে। বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। বৃক্ষরোপণের ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের আয়ের সংস্থানও হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার