সিলেটে সাম্প্রতিকালের সবচেয়ে বড় ইয়াবার চালান ধরা পড়েছে। জেলার বিশ্বনাথ উপজেলা থেকে ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে বিশ্বনাথের শিমুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।
আটককৃত খালেদ মিয়া (২৩) বিশ্বনাথের শিমুলতলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ইয়াবার বড় চালানসহ যুবককে আটকের বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
তিনি জানান, বুধবার রাতে সিলেটের বিশ্বনাথে ইয়াবার বড় চালান এসে ঢুকেছে এমন গোয়েন্দা তথ্য পায় পুলিশ। বিশ্বনাথের চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলু এই চালান এনেছেন বলে জানা যায়। তবে বুধবার একটি মামলায় আদালতে হাজির হলে দুলুকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানতে পারে, দুলু ইয়াবার চালানটি তার ভাই খালেদের কাছে রেখে গেছেন।
পুলিশ সুপার আরও জানান, বুধবার রাতেই পুলিশ শিমুলতলা গ্রামে খালেদের বাড়িতে অভিযান চালিয়ে খালেদকে আটক করে। তার ঘরের আলমিরার ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বড় প্যাকেট থেকে জব্দ করা হয় ৩০ হাজার ইয়াবা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, পুলিশের অভিযান টের পেয়ে খালেদ মিয়া পালানোর চেষ্টা করেছিলেন। ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা, ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) এসআই সৈয়দ ইমরোজ তারেক বাদী হয়ে খালেদকে আসামি করে মামলা করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক