সিলেটে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার রাতে সিলেটের গোলাপগঞ্জ কাঁচাবাজার সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন