সিলেট থেকে রোহিঙ্গা ভাই-বোনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে তাদের পুলিশ প্রহরায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের জকিগঞ্জ থানা পুলিশ কুতুপালংয়ের উদ্দেশ্যে নিয়ে যায়।
গত বুধবার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের ভুইয়ার বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয় জনতা। আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুল কাদিরের ছেলে মো. জুবায়ের (১২) ও মেয়ে তাহমিনা আরা (২০)।
জকিগঞ্জের মাদারখাল গ্রামের বাসিন্দা মিসবাহ আজাদ জানান, একটি সিএনজি অটোরিকশা জুবায়ের ও তাহমিনাকে ভূইয়ার বাজার নামিয়ে দিয়ে দ্রুত সিলেটের দিকে চলে যায়। এরপর তারা তাদের পরিচিত কাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে। তাদের ভাষা শুনে স্থানীয় লোকজন নিশ্চিত হন তারা রোহিঙ্গা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের নিয়ে কুতুপালংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর