সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ফলে নিহত যুবক রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে এ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, রায়হানের খুনের মামলায় মূল অভিযুক্ত এসআই আকবরসহ পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিকাল ৪টার দিকে রায়হানের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে রাস্তা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় রাস্তার দু'পাশে শত শত গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুরুব্বিয়ান ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন