চলতি বছর দুর্গাপূজায় করোনা পাল্টে দিয়েছে সবকিছু। উৎসবের আবহে সাময়িকী কিংবা ম্যাগাজিন প্রকাশ করছে সিলেটভিউ২৪ডটকম। এটি সিলেটের প্রথম ই-ম্যাগাজিন।
প্রতিষ্ঠানটির সহকারী সম্পাদক পিংকু ধরের সম্পাদনায় ‘শারদীয় আয়োজন ১৪২৭’ ই-ম্যাগাজিন বুধবার প্রকাশিত হয়।
এ ব্যাপারে পিংকু ধর বলেন, গেল কয়েকবছর শারদীয় উৎসবে ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিলেও তা হয়ে ওঠেনি নানা কারণে। পরিবর্তনের জোয়ারে ভেসে গিয়ে আমরা যা করলাম সেটি হয়তো সিলেটের ইতিহাস হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত