শিরোনাম
২৪ নভেম্বর, ২০২০ ১৩:২৬

এক মঞ্চে সংবর্ধিত ওসমানী হাসপাতালের দুই পরিচালক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এক মঞ্চে সংবর্ধিত ওসমানী
হাসপাতালের দুই পরিচালক

সিলেটে একই মঞ্চে সংবর্ধিত হলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই পরিচালক। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী হাসপাতাল শাখার উদ্যোগে সোমবার রাতে নগরীর একটি হোটেলের হলরুমে বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা মান ও অবকাঠামোগত দিক দিয়ে অনেক উন্নত হয়েছে। নতুন দশতলা ভবনের কাজ শেষ হলে ডায়াগনস্টিক সেবার দিকে আরও বেশি জোর দেয়া হবে। 

ড. মোমেন বলেন, ‘করোনা মহামারিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের যতোগুলো নার্সিং সংগঠন আছে, তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবচেয়ে কল্যাণকর ভূমিকা রাখছে।’

বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর