সিলেটে আজ রবিবার থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম। ইতোমধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক শিশির চক্রবর্তী, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডলসহ সম্মুখসারির যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছেন করোনার টিকা।
এদিকে, প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। করোনা ভ্যাকসিন প্রদান বিষয়ক সিসিকের প্রথম সভায় এ বিষয়ে তিনি মতামত ব্যক্ত করলেও শারীরিক কারণে তিনি এখনই টিকা নিতে পারছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে সিসিকের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সাংবাদিক আলীম শাহ বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন। কিন্তু তার হার্টে রিং বসানো। তাছাড়া ব্রেনেও অপারেশন হয়েছে এবং তার ডায়াবেটিকের অবস্থাও নরমাল নয়। সব মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শমতে এখনই তিনি করোনা ভ্যাকসিন নিতে পারছেন না।
মেয়র আরিফকে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে থেকে করোনা ভ্যাকসিন নিতে হবে বলে জানান আলীম শাহ।
বিডি প্রতিদিন/আরাফাত