সিলেটের কোম্পানীগঞ্জে কিশোর হৃদয় মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ব্রাহ্মণবাড়ীয়ায় নবীনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেবজু মিয়ার ছেলে। হৃদয় হত্যার পর থেকে আত্মগোপনে চলে যায় সাদ্দাম।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
গত বুধবার প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাদ্দামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানাধীন নয়াগাঙ্গেরপাড় ধলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে নিহত কিশোর হৃদয়ের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তারা পুলিশকে জানায় তাদের অপর বন্ধু সাদ্দামের সাথে হৃদয় কয়েকদিন ঘোরাফেরা করতে দেখেছে তারা। পরে প্রযুক্তির সহায়তায় সাদ্দামের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন