২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:১০

সিলেটে মাদক দ্রব্যসহ ১৭ কারবারি গ্রেফতার

সিলেট ব্যুরো

সিলেটে মাদক দ্রব্যসহ ১৭ কারবারি গ্রেফতার

সিলেটের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ১৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের নিকট থেকে পানির বোতলে সংরক্ষিত ৩৪ লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয়। 

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি আফসান-আল-আলম বলেন, গোপন তথ্য পেয়ে র‌্যাব লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় ৩৪ লিটার চোলাই মদ জব্দ করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার বশীর আহম্মদ (৪২), কানিশাইল এলাকার মাসুদ রানা (৫০), মজুমদারপাড়ার জালালউদ্দিন (৪৫), পাঠানটুলা এলাকার কবির আহম্মদ (৩২), নাজিরগাও এলাকার কয়েছ আহম্মদ (২৮), আখালিয়া যুগিরপাড়ার আব্দুল মান্নান (৩৮), শাহপরান থানাধীন বহর নয়াগাঁও গ্রামের শাওন দেবনাথ (২৬), বিশ্বনাথের বাবুনগর গ্রামের মনি কিশোর দাস (২৯), বাওনপুর গ্রামের মুকিতুর রহমান (২৫), এলিমপুর গ্রামের টিটু দাস (২৬)। 

এছাড়াও গ্রেফতার করা হয়েছে সুনামগঞ্জের দিরাই থানাধীন মজলিসপুর গ্রামের সুবীর দাস (৩২), নেত্রকোনার বিউটন চৌধুরী (৪০), হারনপুর গ্রামের মৃদুল কান্তি দাস, নজিপুর গ্রামের সুবেন্দ্র দাস (৩০), কুচিরগাঁও গ্রামের সঞ্জয় দাস (৩২), আলমগীর (৩৩) ও  হবিগঞ্জ সদরের ফরিদ মিয়া (৪৪)।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর