বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের পরিবারের কাছে উপহার পাঠিয়েছে সিলেট মহানর পুলিশ (এসএমপি)।
মাহে রমজান ও বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার পুলিশ কমিশনার নিশারুল আরিফের পক্ষ থেকে রায়হানের পরিবারের কাছে উপহার পাঠানো হয়।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ও সহকারী কমিশনার রাখী রানী দাস উপহারগুলো রায়হানের পরিবারের কাছে পৌঁছে দেন। উপহার গ্রহণ করেন রায়হানের মা সালমা বেগম, স্ত্রী তাহমিনা আক্তার তান্নি ও সৎবাবা হাবিব উল্লাহ।
বিডি প্রতিদিন/এমআই