বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াই করাসহ সকল ধরনের সহায়তা দিতে প্রস্তত রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। আজ শনিবার সুনামগঞ্জ জেলায় দেখার হাওরে কৃষক হাফিজুর রহমানের ১ একর জমির পাকা ধান কেটে দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সকালে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা-উপজেলার নেতৃবৃন্দ ধান কাটার কাজে অংশ নেন। প্রধানমন্ত্রী ও আওয়াামী লীগের সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা’র নির্দেশে সারাদেশে অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার কর্মসূচির অংশ হিসেবে ধান কাটার কাজে অংশ নেন তারা।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ধান কাটাসহ কৃষি সম্পর্কিত যেকোনো সমস্যায় কৃষক লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য কৃষক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মী জীবন বাজি রেখে আপনাদের সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে।
কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওর অঞ্চলসহ সারা দেশে যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে কৃষক লীগের নেতৃবৃন্দ ধান কেটে কৃষকের ধান গোলায় তুলে দেবে।
এসময় কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, এ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জহির উদ্দিন লিমন, সহ-অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখসহ সুনামগঞ্জের জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা