সিলেটের বালাগঞ্জে দিনদুপুরে কুপিয়ে ইটভাটা ম্যানেজারকে খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার নিহত দিরাজ পালের ছেলে প্রভাকর পাল বাপ্পা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বালাগঞ্জ থানায় মামলাটি দায়ের করে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার জুম্মার নামাজের সময় বালাগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে দিরাজ পালকে খুন করে ক্যাশে থাকা টাকা ও জরুরি কাগজপত্র লুটে নেয়। দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেন্ত্র কুমার পালের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার