সিলেটে করোনা রোগীর সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই। আগের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও এখনো মৃত্যুর হার উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের অনীহা এবং চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে মৃত্যুর হার কাঙ্খিতভাবে কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের। এর মধ্যে ১০ জন সিলেট জেলার এবং একজন করে আছেন সুনামগঞ্জ ও হবিগঞ্জের। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ৬৭৯ জন। বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৬ জন।
গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন ৪১৪ জন। ২ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় এই আক্রান্ত সনাক্ত হন। শনাক্তদের মধ্যে সিলেটের ৮১ জন, সুনামগঞ্জের ৭৯ জন, হবিগঞ্জের ১০৮ জন ও মৌলভীবাজারের ১০৪ জন রয়েছেন। এছাড়া ওসমানী হাসপাতালে ভর্তি ৪২ জনের শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪২ জনে। যার মধ্যে সর্বোচ্চ ২৬ হাজার ৮ শত ৪৪ জন সিলেটের, সুনামগঞ্জের ৫ হাজার ৭ শত ৫৪ জন, হবিগঞ্জের ৬ হাজার ৪৪ জন, মৌলভীবাজারের ৭ হাজার ১ শত ৯০ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ৪ হাজার ২ শত ১০ জন।
অপরদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৬৫০ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি করোনার টিকা নিতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার