ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সড়ক পথে গোহাটি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত যুবক সঞ্জিত দাসের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জিত মৌলভীবাজার জেলার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।
নিহতের ছোট ভাই শান্তনু দাস জানান, তার বড় ভাই সঞ্জিত দাস চাকরির সুবাদে নয়াদিল্লিতে বসবাস করতেন। শুক্রবার নয়াদিল্লি থেকে তিনি সড়ক পথে গোহাটি যাবার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোহাটি হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
সঞ্জিত দাসের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং বাংলাদেশে তার মা ও দুই ভাই রয়েছে। তাদের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে। কুলাউড়া পৌর শহরের মাগুরা আবাসিক এলাকায় নিহত সঞ্জিতের মা ও দুই ভাই বসবাস করেন।
এদিকে, মৃত্যু সংবাদ পাওয়ার পর পরিবারে শোকের মাতম চলছে। নিহতের তার মরদেহ ভারতে সৎকার করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত