সিলেটের বিশ্বনাথে ৩ বছর পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার নাম সুহেল মিয়া (২৬)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও বর্তমানে সদর ইউনিয়নের নরশিংপুর গ্রামের বাসিন্দা। গেল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় জগন্নাথপুর থানার কেউনবাড়ি বাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া, দায়রা-৯৮২/১৮ নাম্বার মামলায় ৬ মাসের কারাদন্ড, সাথে ১০ লক্ষ্য টাকা অর্থদন্ডও দেন বিজ্ঞ আদালত।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন, দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘ তিন বছর পালিয়ে থাকার পর, বুধবার রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার