সিলেটে ট্রাক চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলা সদরের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন নবীনবাগ এলাকার হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক পেছন থেকে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর