১০ বোতল মদসহ একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তার নাম রাসেল মিয়া ওরফে সুমন (২৮)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মনির মিয়ার ছেলে।
আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে দিন শনিবার রাত ৮টার দিকে নকিখালি বাজারের পার্শ্ববর্তী নরসিংপুর
গ্রামের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে সবুজ রঙের একটি শপিং ব্যাগে থাকা ১০ বোতল মদ জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার অন্য দুই সহযোগী উপজেলার কালিগঞ্জ গ্রামের ময়না (৪২) ও আমতৈল গ্রামের ইসলাম (৩৮)।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রুমেন ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বিক্রিয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে অবস্থানকালে রাসেলকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও ছাতক থানায় পৃথক দুটি মামলা রয়েছে। সে ও তার সহযোগীরা কুখ্যাত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর