মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানার আয়োজনে শনিবার শহরের ডাকবাংলা পুকুর পাড় সড়কে জেলা পরিষদ অডিটরিয়ামে এই কেককাটা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আলপনা রায় বেবীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন রায়, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. সনজিত সেন রায়, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল