সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ময়লাবাহী ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় জনতা ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী রানী দেবী (৫৫) সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন উত্তর বালুচর ফোকাস আবাসিক এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাথী রানী দেবী বালুচরস্থ বাসায় ফেরার জন্য আম্বরখানা পয়েন্টে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশা খুঁজছিলেন। এসময় সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এয়ারপোর্ট রোডের দিকে মোড় নিতে গিয়ে সাথী রানীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক চালক রিপন করকে (৪০) আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বিডি-প্রতিদিন/এমআই