আজ সোমবার রাত ৩টার ফ্লাইটে সপরিবারে যুক্তরাষ্ট্রে ফিরে যাবার কথা ছিল। সে অনুযায়ী সম্পন্ন করেন সকল প্রস্তুতিও। কিন্ত তার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে পরপারে পাড়ি জমালেন সিলেটের বিশ্বনাথের আলী আহমদ হিরা মিয়া (৭০)।
তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে।
রবিবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও নিহতের নিকট প্রতিবেশি আবুল খয়ের জানান, ‘গতকাল রাতে সিলেট শহরে বসবাসরত ছেলের বাসা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়ক হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলী আহমদ হিরা মিয়া। এ সময় ওই সড়কের হাউসা ধনপুর এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে তাকে বহনকারী অটোরিকশার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হিরা মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।’
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর জানান, ‘২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক আলী আহমদ হিরা মিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রাত ৩টার ফ্লাইটে সপরিবারে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু গতরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আমতৈল গাজীর মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন