সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে যুক্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে কমিটির পরিধি বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। গত মঙ্গলবার রাতে নতুন করে ৬ জনকে কমিটিতে অর্ন্তভূক্ত করার খবর জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
কমিটিতে নতুন করে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাবেক সাবেক সহ সভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল। এছাড়া সদস্য থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম আহ্বায়ক হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব।
সদস্য পদে নতুন করে অন্তর্ভূক্ত হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর সিলেট মহানগর বিএনপির মেয়াদোর্ত্তীণ কমিটি ভেঙ্গে ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার