২৭ নভেম্বর, ২০২১ ১৪:৫৯

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে জালাল, সদরে সেলিম

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নেতৃত্বে জালাল, সদরে সেলিম

জালাল ও সেলিম

সিলেটের বিশ্বনাথ পৌর ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ স্বাক্ষরিত কমিটি দুটির ঘোষণা দেওয়া হয়।

বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল জালালকে। অপরদিকে, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিমকে।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, মহব্বত আলী। সদস্যরা হলেন বশির আহমদ, মাহবুবুর রহমান লিলু, আবদুল রুশন চেরাগ আলী, ফারুজ খান, আবদুর রহিম, আবদুর রব, আবদাল মিয়া, সুফি শামসুল ইসলাম, রফিক হাসান, মাসুদ আহমদ, প্রভাষক আবদুস শহিদ, রফিক আলী, জহুর আলী, আবদুল তাহিদ, গিয়াস উদ্দিন, আবদুল হক, মাস্টার আবদুল খালিক, নুরশেদ মিয়া, শানুর আহমদ, আবদুস সালাম, মুজিবুর রহমান, ইয়াছিন আলী, রহমত আলী, শংকর দাশ শংকু, জামাল আহমদ, আশিক আলী, আবদুল হাই আবুল, মনোহর হোসেন মুন্না, সুহেল তালুকদার, নূরুল ইসলাম, মোতাহির খান নেওয়ার, আবদুল ওয়াদুদ, তাজুল খান, গোলাম মোস্তফা হেলাল, শাইস্তা মিয়া, বারাম উদ্দিন, রাজু আহমদ খান, জাবেদ আহমদ, নিম্বর আলী, উম্বর খান আবু, দবির মিয়া, এমদাদ আহমদ নাঈম, মাওলানা মামুনুর রহমান, মুজিবুর রহমান, আবদুল্লাহ, স্মরণ দাশ, শামসুল ইসলাম বাবুল, সাইদুল ইসলাম, ইসলাম হোসেন, মাহবুবুর রহমান জুয়েল, আজব আলী, আজিজুর রহমান বাবুল, মাসুক মিয়া, আকদ্দছ আলী, শামীম আহমদ, জুনাব আলী, বিভাষ কুমার পাল, আবদুল হালিম মাসুম, সুন্দর আলী রুহুল, আবদুর রব, আজাদ আহমদ, তাজ উল্লাহ, আমির আলী, তাজুল ইসলাম, লিকসন আহমদ, শামীম আহমদ।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহবায়ক আবদুর রউফ, কবির আহমদ, শাহ শহিদুল ইসলাম সুজা ও আক্তার হোসেন। সদস্যরা হলেন মো. মাসুক মিয়া, আতাউর রহমান, মো. ফখর উদ্দিন, তৌরিছ আলী, শাহ জামাল আহমদ, শানুর আলী জয়দু, আছাব আলী, ফজলু মিয়া, শামসুল কবির ইমরুল, আবদুল আহাদ রুকন, শেখ ফজর রহমান, ফজলুর রহমান শিপন, আবদুল হাদীছুনু, নেছার আহমদ মুজিব ও শেখ সালাউদ্দিন।

উভয় কমিটিকে আগামী তিনমাসের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিলর তালিকা করে পৌর ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর