১৩ জানুয়ারি, ২০২২ ১৮:০০

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ওসমানী বিএনএ’র কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ওসমানী বিএনএ’র কৃতজ্ঞতা

সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপিকে নাগরিক সংবর্ধনা দিয়েছিল সিলেট সিটি করপোরেশন। সেই সংবর্ধনায় অংশ নিয়েছিলেন সিলেটের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার নার্সিং কর্মকর্তা। তাদের উপস্থিতি অভিভূত করেছিল পররাষ্ট্রমন্ত্রীকে। তাই বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন-বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের কাছে ধন্যবাদপত্র পাঠান পররাষ্ট্রমন্ত্রী। 

আজ বৃহস্পতিবার সকালে ধন্যবাদপত্রটি সাদেকের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল। নার্সিং কর্মকর্তাদের সম্মানসূচক ধন্যবাদপত্র দেয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপির প্রতি সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তাদের পক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনএ সিলেটএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। 

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এই ধন্যবাদপত্রটি বর্তমান সরকারের উন্নয়ন কাজে নার্সিং কর্মকর্তাদের সম্পৃক্ততার একটি স্মারকপত্র। এই সম্মান শুধু সিলেটের নার্সিং সমাজের নয়, সারাদেশের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীদের। এজন্য সিলেট বিভাগের নার্সিং কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’ 

কোভিডের কঠিন সময়ে নার্সিং কর্মকর্তাদের পাশে দাঁড়ানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরাইল আলী সাদেক। তিনি বলেন, ‘কোভিডের শুরুতে সেলিনা মোমেন সিলেটের নার্সিং কর্মকর্তাদের জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন কোভিড আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবারকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা ও তার ছেলের পড়ালেখার ব্যবস্থা করে দেন সেলিনা মোমেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নার্সিং কর্মকর্তাদের প্রতি তাঁর মমত্ববোধের প্রকাশ ঘটেছে।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর