আনন্দ-আড্ডা আর সম্প্রীতির বন্ধনে সিলেটে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। অনুষ্ঠানে মতাদর্শ ভুলে রাজনৈতিক নেতারা পরস্পরকে কেক খাইয়ে উদযাপন করেন তাদের প্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।
অতিথিদের স্বাগত জানান, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল। এ সময় অতিথিরা দেশের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা করে বলেন- অতীতের মতো পত্রিকাটি আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশের বঞ্চিত মানুষের কথা বলবে। এছাড়া দিনভর পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা জাতীয় জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক হুইপ সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য সিকন্দর আলী, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর।
এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এটিএম শোয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, আটাব’র কেন্দ্রীয় নির্বাহী সহ সভাপতি আজহারুল কবীর চৌধুরী চৌধুরী সাজু, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী মঞ্জুর শাফি চৌধুরী এলিম ও শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার, উন্নয়ন সংস্থা একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির, সমাজসেবী রায়হাদ বক্স রাক্কু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, তরুণ উদ্যোক্তা মোতাহার হোসেন সোহেল, আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, শাকিল জামান, জাহেদ আহমদ চৌধুরী, সমাজসেবী তামিমুল করীম হৃদয়, রক্তদাতা সংগঠন নির্বাণের সভাপতি কামাল হোসেন খান, সমাজসেবী ফয়জুল হাসান, ব্যবসায়ী ও সংগঠক জসিম উদ্দিন খন্দকার, সমাজসেবী একে আশরাফ উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, মো. ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মিহসিন, ডেইলি নিউএজ’র স্টাফ করেসপনডেন্ট মনিরুজ্জামান মনির, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক মনোয়ার জাহান চৌধুরী, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথা’র চিফ রিপোর্টার মিসবাহ উদ্দিন আহমদ, দৈনিক শুভপ্রতিদিনের সিনিয়র ফটোগ্রাফার এএইচ আরিফ, নিউজ টোয়েন্টিফোর টিভির ব্যুরো প্রধান সৈয়দ রাসেল, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাস ও সিলেট প্রতিনিধি মানাউবি সিংহ, দৈনিক একাত্তরের কথার ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আনন্দ সরকার, বাংলানিউজ টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, দৈনিক কালেরকন্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটোগ্রাফার মাহমুদ হোসেন, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার সজল ঘোষ, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, এসএনপি স্পোর্টসের নির্বাহী সম্পাদক কাইয়ূম আল রনি, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার সুব্রত দাস, দৈনিক বণিকবার্তার সিলেট প্রতিনিধি মো. আলী আকবর চৌধুরী, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, দৈনিক ইত্তেফাকের সিলেট প্রতিনিধি আহসান হাবীব, দৈনিক যুগভেরীর সিনিয়র আলোকচিত্রি রণজিৎ কুমার সিংহ, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার ওলিউর রহমান, দৈনিক একাত্তরের কথার স্টাফ ফটোগ্রাফার মো. মোহিদ হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান মো. আশরাফ হোসেন চৌধুরী রাজু, মাইটিভির ক্যামেরাপার্সন মো. শাহীন আহমদ, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র ফটোগ্রাফার মো. আবু বকর, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সুলতান আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ, দৈনিক ইনকিলাবের স্টাফ ফটোজার্নালিস্ট মো. আনোয়ার হোসেন, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, দৈনিক যুগভেরীর স্টাফ ফটোগ্রাফার মনিরুজ্জামান রনি, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ ফটোগ্রাফার মিঠু দাস জয়, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল, দৈনিক কাজিরবাজারের স্টাফ ফটোগ্রাফার মামুন হোসেন, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার ভবরঞ্জন মৈত্র বাপ্পা, আনন্দবাজার পত্রিকার ব্যুরো প্রধান রেজাউল হক ডালিম, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ফয়জুল আহমদ, দৈনিক শুভপ্রতিদিনের স্টাফ রিপোর্টার সুমন ইসলাম, দৈনিক উত্তরপূর্বের স্টাফ ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য্য, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোগ্রাফার মো. শাহীন, দৈনিক আমার সংবাদের ফটো সাংবাদিক মো. শহীদুল ইসলাম সবুজ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, বাংলাভিউ টিভির প্রতিবেদক নাজাত আহমদ পুরকায়স্থ, কামরুল ইসলাম মাহী, বন্ধু প্রতিদিন’র সংগঠক রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর