সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠন, সুনামগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন সংগঠন আনন্দ শোভাযাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা