বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নার্সিং কর্মকর্তারা। পরে হাসপাতালের মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের বিশাল কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. ময়নুল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুঁতোয়গাথা। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে গেছেন। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে সশ্রদ্ধভরে স্মরণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিতে তিনি আজন্ম লড়ে গেছেন। তাঁর হাত ধরে এদেশের চিকিৎসার সেবায় যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, এখনো সেগুলোর ধারাবাহিকতা চলছে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, হাসপাতালের গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার), ডা. মাহবুবুল আলম, গাইনী ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আক্তার, আবাসিক সার্জন ডা. রাশেদ আশরাফ, আবাসিক সার্জন (শিশু সার্জারি) ডা. শবনম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ অঞ্জলী রানী দেব, সেবা তত্ত্বাবধায়ক, মোসাম্মৎ রিনা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন ও সকল নার্সিং সুপারভাইজার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন