‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’- এ প্রতিপাদ্য ধারণ করে সিলেটের বিশ্বনাথে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানিই হচ্ছে পানির প্রাথমিক ও মূল্যবান উৎস্য। কিন্তু পানির অপচয় এবং মানবসৃষ্ট দূষণসহ নানা কারণে পানির স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির অন্বেষণ, সুরক্ষা এবং টেকসই ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম