সিলেটের গোয়াইনঘাটে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মরজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলেন- গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কান্দিগ্রামের আজির উদ্দিনের মেয়ে তানজিনা (৬) ও একই ইউনিয়নের ঘোষ গ্রামের আলিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৫)। নানারবাড়ি মরজাতপুর তারা বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পরিবারের সাথে তানজিনা ও তাবাসসুম নানারবাড়ি বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে তারা হাতে মেহেদি পরে। এরপর তাদেরকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, দুই শিশু হাতের মেহেদি ধৌত করতে ওই ডুবায় নেমেছিল। সাঁতার না জানায় পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম