সিলেটের কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় শাহেদ আহমদ (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত শাহেদ আহমদ কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ি ইউনিয়নের আগতালুক গ্রামের নূর ইসলামের ছেলে।
গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কানাইঘাটের আগতালুক গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন শাহেদের আপন তিন ভাই ও চাচাতো আরেক ভাই। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের আগতালুক গ্রামের জসিম মোল্লা ও হারুন আহমদের গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিভিন্ন সময় পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শাহেদ আহমদকে একা পেয়ে বাড়ির পাশে মারধর করেন। এ সময় শাহেদ আহমদের পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহেদকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম