সিলেটের তিন উপজেলায় শীর্ষপদসহ আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। সিলেটের বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার এসব কমিটি তিন বছরের জন্য গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু এই কমিটির অনুমোদন দেন।
সোমবার কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলার কাছে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বালাগঞ্জ উপজেলা কমিটিতে ফারুক আহম্মেদকে সভাপতি, নয়ন তালুকদারকে সাধারণ সম্পাদক, আমির আলী ও আব্দুর রকিবকে সহ সভাপতি, মাহবুবুল আলম তুহিন ও ফতহুল হাসান চৌধুরী শিমুল যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলায় মো. নিজাম উদ্দিনকে সভাপতি, জয়ন্ত গোস্বামীকে সাধারণ সম্পাদক, জাহিদুর রহমান নাজিম, শানুর আহমদ মেম্বার, শাহীন শাহ, শামীম আহমদ, গোলাম মোস্তফা পান্না, মো. সালাহউদ্দিন আহমেদ ও নিজাম আহমেদকে সহ সভাপতি, সাঈদ আহমেদ চৌধুরী ও রাশেদুল ইসলাম রাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, নিশান চৌধুরী, জাবেদ আহমদ ও শাহীন আহমদ খোকনকে সাংঠনিক সম্পাদক এবং খোরশেদ আহমদ তাপসকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি, নাহিদ সুলতান পাশাকে সাধারণ সম্পাদক, আব্দুর রহমান লিমন, শেখ মিজানুর রহমান স্বপন, বাবু আহমেদ তালুকদারকে সহ সভাপতি, মোসলেম উদ্দিন আহমদ মঞ্জু, আব্দুল্লাহ আল সায়মনকে যুগ্ম সাধারণ সম্পাদক, রাজু আহমেদ রাজনকে সাংগঠনিক সম্পাদক ও উজ্জল চন্দ্রকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন