নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল সিলেটে ছিল নিরুত্তাপ। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর কয়েকটি পয়েন্টে বাম জোটের নেতাকর্মীরা পিকেটিং করলেও স্বাভাবিক নগরজীবনে তার কোনো প্রভাব পড়েনি।
সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নেয় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এসময় তারা যানবাহন আটকানোর চেষ্টা করেন। এ নিয়ে যানবাহনের চালক ও যাত্রীদের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। হরতালের মধ্যে যারা যানবাহন নিয়ে বের হয়েছেন তাদের বেশিরভাগেরই মন্তব্য ছিল আধাবেলা হরতালের ব্যাপারে তারা অবগতই নন। সকাল ১০টার পর নগরীর দোকানপাট ও শপিংমলগুলো খুলতে শুরু করে।
এদিকে, হরতাল চলাকালে সকালে নগরীতে কয়েক দফা মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। দুপুরে কোর্ট পয়েন্টে তারা সমাবেশ করেন।
জোটের নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হুহু করে বাড়ছে। সরকার পণ্য মূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে। এতে খেটে খাওয়া মানুষ মারাত্মক বিপদে পড়েছেন। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় মধ্য আয়ের মানুষও বিপাকে রয়েছেন। সামনে রমজান মাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আরেকদফা দাম বাড়ানোর পায়তারা চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। তা না হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে।
বিডি প্রতিদিন/এমআই