নিখোঁজের দুইদিন পর সুরমা নদীতে ভেসে উঠলো এরশাদ আলীর (৬২) মরদেহ। মৃত এরশাদ আলী (৬২) নগরের ১০ নং ওয়ার্ডের কানিশাইল ১ নং সড়কের প্রত্যাশা-৪২ বাসার মৃত আব্দুল লতিফের ছেলে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল এলাকার সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের ছেলে আশরাফ আলী আব্দুল্লাহ’র বরাত দিয়ে তিনি জানান, গত রবিবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন এরশাদ আলী। বিষয়টি মৌখিকভাবে কোতোয়ালী থানা পুলিশকে অবগত করা হয়। একপর্যায়ে মঙ্গলবার (২৪ মে) বিকেলে স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করেন তিনি।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বৃদ্ধের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ