সিলেটের কোম্পানীগঞ্জে বাল্কহেড ট্রলারের ধাক্কায় পুলিশের টহল নৌকাডুবিতে তলিয়ে যাওয়া দু'টি আগ্নেয়াস্ত্র তিনদিনেও উদ্ধার হয়নি।
ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চালিয়েও অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পারকুল এলাকায় দু'টি বাল্কহেড ট্রলারের সাথে পুলিশের টহল নৌকার ধাক্কা লাগে। এতে পুলিশের নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় একটি চায়নিজ রাইফেল ও একটি শর্টগান পানিতে পড়ে হারিয়ে যায়। এরপর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা চেষ্টা চালিয়েও অস্ত্র দু'টি উদ্ধার করতে পারেনি। নৌকায় থাকায় তিনজন পুলিশ সদস্য কোনো রকম সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন