পাঁচ দফা দাবিত সিলেটে কাল থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’ এই ধর্মঘটের ডাক দিয়েছে। মঙ্গলবার সিলেট জেলা ও পরদিন বুধবার পুরো বিভাগজুড়ে তারা ধর্মঘট আহ্বান করেছে। বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার পরিবহন শ্রমিকরাও দাবির প্রতি একাত্মতা পোষণ করে ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ট্রাফিক বিভাগের উপ কমিশনারকে অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্য বন্ধ, সিলেট শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেয়া এবং সিএনজিচালিত নতুন অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন প্রদান।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সিলেট জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। দাবি না মানলে পরদিন বুধবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বিডি প্রতিদিন/হিমেল