কাউন্সিলে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার চারদিনের মাথায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মকসুদ আহমদ। বুধবার ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁওস্থ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পুলিশের দাবি তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। পরে বিচারকের নির্দেশে বুধবার বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মকসুদ আহমদকে গ্রেফতার করে। দুপুরে তাকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, মকসুদের বিরুদ্ধে পুরনো নাশকতার মামলা ছিল। তবে কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না। র্যাব তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। পরে ওই নাশকতা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১০ সেপ্টেম্বর সিলেট জেলা যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে তৃণমূলের ভোটে মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা যুবদলের সদস্য সচিব ছিলেন।
বিডি প্রতিদিন/এএম