মৌলভীবাজারে শ্রীমঙ্গলের মো. হেলাল মিয়া নামে এক এসএসসি পরিক্ষার্থী কারাগার থেকেই চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। হেলাল উপজেলার আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। সে উপজেলার পারের টং গ্রামের নসু মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার একজন শিক্ষকের উপস্থিতিতে কারাগারে বসে সে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে। তার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্নালাল বর্ধণ বলেন, হেলাল আহম্মেদ আমাদের বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। নারী ও শিশু নির্যাতন মামলায় আটক হয়ে সে মৌলভীবাজার কারাগারে রয়েছে।
মৌলভীবাজার জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, ছেলেটি গত বুধবার সন্ধ্যায় জেলে এসেছে। রাতে আমারা জানতে পারি সে এসএসসি পরিক্ষার্থী। পরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমরা তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেই। সে পরীক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক ও পুলিশ ছিল। এছাড়া এসডি (শিক্ষা) ও একজন ম্যাজিস্ট্রেট পরিদর্শনে এসেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা